thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আটক

২০১৩ ডিসেম্বর ২৬ ১৬:৪০:৪৯
ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর সুপ্রিমকোর্ট সংলগ্ন মৎস ভবন মোড় থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র যুগ্ম পুলিশ কমিশনার মনিরুল ইসলাম আটকের কথা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে গোয়েন্দা পুলিশের একটি টিম আটক করেছে। তিনি এখন ডিবি কার্যালয়ে রয়েছেন।

তিনি আরও জানান, সরকারের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখার জন্য তাকে আটক করা হয়েছে।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন চলতি সংসদের সংসদ সদস্য। তার নির্বাচনী এলাকা নোয়াখালী-১। এছাড়া তিনি বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক।

(দ্য রিপোর্ট/টিএস/জেএম/নূরুল/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর