thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

হান্নান শাহ ও খোকাকে কারাগারে প্রেরণ

২০১৩ ডিসেম্বর ২৬ ১৭:১৪:৫১
হান্নান শাহ ও খোকাকে কারাগারে প্রেরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ এবং দলটির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

ঢাকা মূখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার সকালে একই আদালত তাদের বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর করে।

মতিঝিল থানায় বোমা বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও কোরআন শরীফ পোড়ানোর মামলায় পুলিশ খোকার বিরুদ্ধে সাতদিন ও হান্নান শাহের বিরুদ্ধে নয়দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

হান্নান শাহের বাকি দুই মামলায় পুলিশ ১৮ দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে ১০ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

(দ্য রিপোর্ট/জে/এমএআর/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর