thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ভূমি আত্মসাৎ

উপ-সবিচসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

২০১৩ ডিসেম্বর ২৬ ১৭:১৭:৩২
উপ-সবিচসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারি জমি আত্মসাতের অভিযোগে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব জ্ঞানেন্দ্রনাথ সরকারসহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বৃহস্পতিবার কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক যতন কুমার রায় বাদী হয়ে বৃহস্পতিবার রাজধানীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করবেন বলে দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- টাঙ্গাইল জেলার নাগরপুর থানার মো. আবুল কাশেম এবং তার স্ত্রী সুফিয়া কাশেম।

দুদক সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজসে ঢাকা জেলার তেজগাঁও থানার তেজকুনীপাড়া মৌজার সিএস ১০৭ খতিয়ানের সিএস ৫৬৫ দাগের দশমিক ৫৫ একর ভাওয়াল অ্যাস্টেটের ভূমি (সরকারি জমি) সরকারি আইন অমান্য করে আত্মসাৎ করেন। দণ্ডবিধির ২১৭/২১৮/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হবে। আসামী জ্ঞানেন্দ্রনাথ সরকার রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসকের দ্বায়িত্ব পালনকালে এ দুর্নীতির ঘটনা ঘটে।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এপি/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর