thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১,  ৬ রবিউস সানি 1446

সড়ক-মহাসড়ক উন্নয়নে ৩৫ হাজার কোটি টাকার চুক্তি

২০১৩ অক্টোবর ২৭ ১৩:১৫:৫৯ ০০০০ 00 ০০ ০০:০০:০০
সড়ক-মহাসড়ক উন্নয়নে ৩৫ হাজার কোটি টাকার চুক্তি

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : দেশের বিভিন্ন অঞ্চলের সড়ক ও মহাসড়কের উন্নয়নে বিভিন্ন দাতাগোষ্ঠীর সঙ্গে ৩৫ হাজার কোটি টাকার চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

যোগাযোগ মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা বৈঠক শেষে রবিবার সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, ৩১ অক্টোবর র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ (মেট্রোরেল), চার লেনবিশিষ্ট দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু, বাস র‌্যাপিড ট্রানজিট, জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। এসব প্রকল্পের জন্য বিভিন্ন দাতাগোষ্ঠীর সঙ্গে ৩৫ হাজার কোটি টাকার চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন, চলতি অর্থবছরের মধ্যে পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণ ও নদী শাসনের কাজ শুরু হবে।

(দিরিপোর্ট২৪/আরএম/এমএআর/অক্টোবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ সংবাদ এর সর্বশেষ খবর

বিশেষ সংবাদ - এর সব খবর