thereport24.com
ঢাকা, রবিবার, ৫ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৬ শাওয়াল 1445

শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদান

পুরষ্কার ও সম্মাননা দিচ্ছে বাংলা একাডেমি

২০১৩ ডিসেম্বর ২৬ ১৮:০৮:৫৬
পুরষ্কার ও সম্মাননা দিচ্ছে বাংলা একাডেমি

দ্য রিপোট প্রতিবেদক : কয়েকটি পুরষ্কারের আওতায় বাংলা একাডেমি ২৭ ডিসেম্বর পুরষ্কার ও শিল্প-সংস্কৃতিতে অবদানের জন্য সাতজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিচ্ছে। বৃহস্পতিবার একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাংলা একাডেমি পরিচালিত মযহারুল ইসলাম কবিতা পুরস্কার ২০১৩ (অর্থমূল্য ১ লক্ষ টাকা) লাভ করেছেন কবি বেলাল চৌধুরী; সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০১২ (অর্থমূল্য ২৫ হাজার টাকা) লাভ করেছেন কথাসাহিত্যিক জাহানারা নওশিন এবং কবি কাজী রোজী; মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার ২০১২ (অর্থমূল্য ১ লক্ষ টাকা) লাভ করেছেন অধ্যাপক এ. এম. হারুন অর রশীদ এবং গাছের কথা ফুলের কথা গ্রন্থের জন্য হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান-লেখক পুরস্কার ১৪১৮-১৯ (অর্থমূল্য ৩০ হাজার টাকা) লাভ করেছেন অধ্যাপক দ্বিজেন শর্মা। এছাড়া সাহিত্য-সংস্কৃতি ও নানাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানসূচক বাংলা একাডেমি ফেলোশিপ প্রদান করা হবে।

এদিকে ওইদিন সকাল ১০টায় বাংলা একাডেমির ছত্রিশতম বার্ষিক সাধারণ সভায় (এজিএম)আনুষ্ঠানিকভাবে এসব পুরস্কার প্রদান করা হবে।

(দ্য রিপোর্ট/এমএ/ডিসেম্বর২৬,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর