thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মুশফিকহীন আবাহনীর হার

২০১৩ ডিসেম্বর ২৬ ১৮:১৩:৫৬
মুশফিকহীন আবাহনীর হার

দ্য রিপোর্ট প্রতিবেদক : কোমরের ব্যথা না সারায় মাঠে নামতে পারেননি আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিম।তার অনুপস্থিতি টের পেয়েছে দল। আল আমিনের হ্যাটট্রিকসহ ৫ উইকেটের দুর্দান্ত বোলিংয়ে ইউসিবির কাছে ২ উইকেটে হেরেছে আবাহনী।

আগেরদিনই বোঝা যাচ্ছিল মুশফিক হয়ত খেলতে পারবেন না। যখন তার কোমরের ব্যথার জন্য এমআরআই করা হয়েছে।শেষপর্যন্ত ঝুঁকি নেননি মুশফিক।তাই ইউসিবির বিপক্ষে ছিলেন না তিনি। সুযোগে বাজিমাত করেছে প্রতিপক্ষ।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে টসে জিতে আবাহনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ইউসিবি। সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে দলটি। সৌম্য সরকারের ৫৫, মাহমুদউল্লাহ রিয়াদের ২৭ রানে ১৯ ওভারে ১৪১ রান করে আবাহনী। কিন্তু শেষ ওভারে আল আমিনের মারাত্মক বোলিংয়ে খড় কুটোর মতো উড়ে গেছে আবাহনীর ব্যাটিং স্তম্ভ। তাই শেষ দিকে তাই দলীয় স্কোরে মাত্র ২ রান যোগ করতে পেরেছে দলটি। আর ২০ ওভারে ১৪৩ রানে অলআউট হয়েছে আবাহনী।

যে স্কোর তাতে জয়ের আশা নিয়ে আবাহনী খেলা শুরু করলেও শেষপর্যন্ত ম্যাচ জিততে পারেনি তারা। তামিম ইকবাল একাই জিতিয়ে দিয়েছেন ইউসিবিকে। ৬১ রান করেছেন বাঁহাতি এই ক্রিকেটার।

তামিমের সঙ্গে নাঈম ইসলামের ২১ রান ও ইমরুল কায়েসের ১৭ রানে দল জিতিছে এক বল বাকি থাকতে।শুভাশিষ রায় পেয়েছেন ৪ উইকেট।

এর মধ্যদিয়ে আবাহনী টুর্নামেন্টের ৪ ম্যাচের ৩টিতে হেরেছে। আর সমান সংখ্যক ম্যাচে ইউসিবি জয় পেয়েছে ২টি।

সংক্ষিপ্ত স্কোর:

আবাহনী ইনিংস: ১৪৩/১০ (সৌম্য ৫৫, মাহমুউল্লাহ ২৭, মিলন ২১, মেহেদী ১৬; আল আমিন ৫/১৭, আরাফাত ২/২৬, এনামুল জুনিয়র ২/৩৪)

ইউসিবি ইনিংস: ১৪৬/৮ (তামিম ৬১, নাঈম ২১, ইমরুল ১৭; শুভাশিষ ৪/২৭)

ফল : ইউসিবি ২ উইকেটে জয়ী

ম্যাচ সেরা : আল আমিন (ইউসিবি)

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর