thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

বান্দরবানে সেনাবাহিনী মাঠে, আটক ৩

২০১৩ ডিসেম্বর ২৬ ১৮:২৮:৪৯
বান্দরবানে সেনাবাহিনী মাঠে, আটক ৩

বান্দরবান সংবাদদাতা : নির্বাচনকে সামনে রেখে বান্দরবানে মাঠে নেমেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকাল থেকেই কয়েকটি জিপে করে জেলা শহরসহ আশপাশের এলাকাগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনীর প্রায় অর্ধশতাধিক সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের জিএসটু মেজর মাহাবুব। এদিকে বুধবার রাতে নাশকতা এড়াতে জেলা শহর থেকে জেলা যুবদলের সহ-সভাপতি আবু বক্করসহ তিন বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। অন্যরা হলেন- জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন ইউসুফ ও যুবদল নেতা মোহাম্মদ জসিম।

সেনাবাহিনীর টহলে ফাঁকা হয়ে গেছে বান্দরবানের রাস্তাঘাট। আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার অভিযানে গাঁ ঢাকা দিয়েছে বিএনপিসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাকর্মীরা।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রশীদ বলেন, হয়রানির উদ্দেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। কোনো কারণ ছাড়াই গ্রেফতার করার বিষয়টি দুঃখজনক। আমরা বিষয়টির তীব্র নিন্দা জানাচ্ছি। গ্রেফতার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

(দ্য রিপোর্ট/এএস/এমএআর/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর