thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

চট্টগ্রাম থেকে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের যাত্রা শুরু

২০১৩ ডিসেম্বর ২৬ ১৮:৩৯:১৫
চট্টগ্রাম থেকে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের যাত্রা শুরু

চট্টগ্রাম সংবাদদাতা : ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে অভিযাত্রা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে অংশ নেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বিএনপি ও জামায়াত। ইতোমধ্যে বেশকিছু নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন।

নগরী থেকে বিএনপি এবং এর অঙ্গসংগঠন ২০ হাজার এবং জামায়াত-শিবিরের পাঁচ হাজার নেতাকর্মী ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে। দল দুটির দায়িত্বশীল নেতারা এ কথা জানিয়েছেন।

নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. সাদাতি হোসেন জানান, পুলিশি বাধার কারণে নেতাকর্মীরা একসঙ্গে যাবেন না। স্ব স্ব উদ্যোগে ছোট ছোট দলে ভাগ হয়ে কেউ বাসে, কেউ ব্যক্তিগত গাড়িতে করে, আবার কেউ ট্রেনে চড়ে ঢাকার পথে রওনা হবেন।

চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে বাধা দেওয়া হলে ইঞ্জিনচালিত নৌ-যানে করে নেতাকর্মীদের ঢাকায় নিয়ে যাওয়া হবে। এ জন্য সন্ধ্যায় বেশ কয়েকটি নৌ-যানও বুকিং দেওয়া হয়েছে। পুরান ঢাকা হয়ে তারা নয়া পল্টন এলাকায় পৌঁছাবেন।

নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান জানান, নেতাকর্মীদের ঢাকায় নিয়ে যেতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। যাওয়ার পথে পুলিশি ঝামেলার আশঙ্কায় আমরা বেশ কিছু কৌশলও নিয়েছি। আশা করছি, প্রশাসনের সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে আমরা ঢাকায় পৌঁছাব।

তিনি আরও জানান, ১০ হাজার নেতাকর্মী নিয়ে যাওয়া আমাদের টার্গেট। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে এই টার্গেটের চেয়েও বেশি নেতাকর্মী ঢাকায় যাবে।

নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খানের নেতৃত্বে বুধবার রাতেই ৫০ সদস্যের একটি টিম ঢাকার উদ্দেশে রওনা দেন। তারা নির্বিঘ্নে ঢাকায় পোঁছেছেন বলে দ্য রিপোর্টকে জানান।

এদিকে ঢাকা অভিমুখে অভিযাত্রার কর্মসূচি সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে সভার আয়োজন করে মহানগর জামায়াত।

নগর জামায়াতের সহকারী সেক্রেটারি আ জ ম ওবায়দুল্লাহ জানান, আমরা নগরী থেকে পাঁচ হাজার নেতাকর্মী নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছি। যেভাবে পুলিশি ঝামেলা এড়ানো যায় সেভাবেই ঢাকায় চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে নেতাকর্মীদের।

(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/এমএআর/রাসেল/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর