thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

প্রিমিয়ার লিগের পর্দা উঠছে শুক্রবার

২০১৩ ডিসেম্বর ২৬ ১৮:৪৯:৪২
প্রিমিয়ার লিগের পর্দা উঠছে শুক্রবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র ও নবাগত উত্তর বারিধারার ম্যাচ দিয়ে শুক্রবার পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ২ দল।

মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালের গণ্ডিই পেরুতে পারেনি গতবারের ট্রেবল জয়ী শেখ রাসেল। কিন্তু এখনই সব শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করছেন ব্লুজদের কোচ মারুফুল হক।

বৃহস্পতিবার বুয়েট মাঠে দলের অনুশীলন শেষে মারুফ বলেছেন, ‘একটা টুর্নামেন্টেই সব শেষ হয়ে যায়নি। এখনও অনেক টুর্নামেন্ট আছে। আশা করছি পরের টুর্নামেন্টগুলোতে ছেলেরা নিজেদের সেরা খেলা খেলবে।’

প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী কোচ। বলেছেন, ‘একটা ভালো শুরু করতে চাই। তাই প্রথম ম্যাচে জিততে হবে। প্রতিপক্ষ নতুন হলেও তাদের খাটো করে দেখার সুযোগ নেই। নিজেদের যোগ্যতা প্রমাণ করেই পেশাদার লিগে খেলছে তারা। শুক্রবার পেশাদার ফুটবলই খেলবে দল।’

অন্যদিকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে শিরোপা জিতে পেশাদার লিগে জায়গা করে নিয়েছে উত্তর বারিধারা ক্লাব। ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ শেখ রাসেল। প্রতিপক্ষকে শক্তির বিচারে এগিয়ে রাখছেন বারিধারার কোচ মাহবুব আলী মানিকও। তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচেই শক্ত প্রতিপক্ষ; এ নিয়ে কোনো সন্দেহ নেই। শেখ রাসেল বিগ বাজেটের দল। আক্রমণভাগ, মিডফিল্ড, ডিফেন্স; তাদের সবদিকই শক্তিশালী। তবে লিগে আমাদের লক্ষ্য থাকবে বড় দলগুলোকে রুখে দেয়া। সে মোতাবেক প্রথম ম্যাচে ১ পয়েন্টের জন্য নামবে দল।’

প্রিমিয়ার লিগে দলের লক্ষ্য নিয়ে মানিকের মন্তব্য, ‘আমাদের বড় লক্ষ্য নেই। লিগে ৫ থেকে ৬ নাম্বারে থাকতে পারলেই আমরা খুশি। এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।’

শেখ রাসেল ও উত্তর বারিধারার ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের পর্দা উঠলেও এখন পর্যন্ত আসরের পৃষ্ঠপোষক খুঁজে পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।এ নিয়ে কোনো কিছু বলতেও চাচ্ছে না বাফুফের কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর