thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

রাজধানীতে বাসচাপায় যুবকের মৃত্যু

২০১৩ ডিসেম্বর ২৬ ১৯:০৬:০২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম হিরণ মিয়া (৩৫)। ইসলামবাগ ক্লাব ঘাট এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ দুর্ঘটনা ঘটে। হিরণ মিয়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় আপনকাঠি গ্রামে হাকিম আলীর ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

নিহতের ছোট ভাই রিপন মিয়া দ্য রিপোর্টকে জানান, তার ভাই ইসলামবাগ ক্লাব ঘাট এলাকা থেকে যাত্রীবাহী বাসে ওঠার সময় পা পিছলে পড়ে যায়। এ সময় বাসটি তাকে পিষ্ট করে চলে যায়। পরে আহতাবস্থায় তিনি হিরণ মিয়াকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এপি/রাসেল/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর