thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে সকলেই আমন্ত্রিত

২০১৩ ডিসেম্বর ২৬ ২২:৩২:৫৯
কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে সকলেই আমন্ত্রিত

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের রাজধানী নয়া দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার শপথ অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে তার শপথ অনুষ্ঠানে কোনো ভিআইপি উপস্থিত থাকবেন না বলেও জানিয়েছেন তিনি।

আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল বুধবার সকালে আরো জানান, তার সরকার সৎ মানুষের খোঁজ করছে।

তিনি বলেন, ‘আমাদের সৎ ও দক্ষ লোক দরকার।’ সকল সৎ লোকদের পদ দেওয়া হবে বলেও জানান তিনি।

রামলীলা মন্দিরে শনিবার দুপুরে আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গী অরবিন্দ কেজরিওয়াল ও তার মন্ত্রিসভার ছয় সদস্য শপথ নেবেন।

তবে আন্না হাজারে কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন।

এদিকে, তরুণ মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছেন কেজরিওয়াল। ৪৫ বছর বয়সী কেজরিওয়াল দিল্লির সবচেয়ে কমবয়সী মুখমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তার মন্ত্রিসভাতেও থাকছে তরুণ মুখ। মন্ত্রিসভায় সবচেয়ে বেশি বয়সী সদস্য হিসেবে থাকছেন ৪১ বছর মণীষ সিসোদিয়া। আর সবচেয়ে কম বয়সী মন্ত্রী ২৬ বছর বয়সী রাখি বিড়লা। সূত্র: এনডিটিভি

(দ্য রিপোর্ট/কেএন/এসকে/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর