thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে আটক ১৯

২০১৩ ডিসেম্বর ২৬ ২২:৪৮:২৮
ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে আটক ১৯

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে যৌথবাহিনীর অভিযানে ১৯ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সামন্তা গ্রামে ও বুধবার বিকেলে উপজেলার খালিশপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন দ্য রিপোর্টকে জানান, বুধবার বিকেলে ও বৃহস্পতিবার দুপুরে যৌথ অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে অবরোধ ও হরতাল চলাকালে সহিসংসতা সৃষ্টির অভিযোগ রয়েছে।

আটকদের সবাই বিএনপি-জামায়াতের নেতাকর্মী বলে জানান তিনি।

আটকরা হলেন- মহেশপুরের খালিশপুর গ্রামের রওশন আলী, আলী মোস্তফা, আলমগীর হোসেন, আশরাফুল, রাজু আহমেদ, সামু সরকার, সাত্তার আলী, শান্তি মণ্ডল ও দোলন। সামন্তা গ্রামের শফিউদ্দীন, করিম, শরিয়ত উল্লাহ, নাসিরুল ইসলাম, শরিয়ত উদ্দীন, হযরত আলী, মান্নান, আবদুল মালেক, শফিউজ্জামান ও হান্নান।

(দ্য রিপো­­র্ট/টিএম/এমএইচও/এসকে/ডিসেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর