thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

গাজীপুরে বিশেষ অভিযানে আটক ১৩০

২০১৩ ডিসেম্বর ২৭ ০২:৩৬:০৬
গাজীপুরে বিশেষ অভিযানে আটক ১৩০

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের বিভিন্ন এলাকায় যৌথ অভিযানে ১৩০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশ বিরোধী দলের নেতা-কর্মী।

গাজীপুর জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে অপরাধী সন্দেহে ১৩০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে বিভিন্ন মামলায় অভিযুক্ত ও সন্দেহভাজন আসামি রয়েছে। এছাড়া নাশকতা সৃষ্টি ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় এদের আটক করা হয়।

এদিকে আগে থেকে অবস্থান নেওয়া সেনাবাহিনীর সদস্যরা বৃহস্পতিবার রাত থেকে শহরে টহল দেওয়া শুরু করেছে। বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনী কাজ করছে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

(দ্য রিপোর্ট/এমএফ/এনডিএস/লতিফ/ডিসেম্বর ২৭,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর