thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মিশরে ব্রাদারহুডের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, নিহত ১

২০১৩ ডিসেম্বর ২৭ ১০:৩৭:১২
মিশরে ব্রাদারহুডের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, নিহত ১

দ্য রিপোর্ট ডেস্ক : মিশরের রাজধানী কায়রোতে মুসলিম ব্রাদারহুডের ছাত্র শাখার সমর্থকদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে এক ব্রাদারহুড সদস্য নিহত হয়েছেন বলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

নাসর সিটিতে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের সময় ওই ছাত্র নিহত হন বলে জানান তারা।

দেশটির সেনা-সমর্থিত অন্তর্বর্তী সরকার ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার পর এই ঘটনা ঘটল। পুলিশ মুসলিম ব্রাদারহুডের ২৩ কর্মীকেও আটক করেছে।

ব্রাদারহুডের সমর্থনে লিফলেট বিতরণ, দলের মতাদর্শ প্রচার ও নিরাপত্তা রক্ষীদের ওপর হামলার অভিযোগে বৃহস্পতিবার তাদের আটক করা হয় বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা জানিয়েছে।

অন্যদিকে, পৃথক ঘটনায় নাসর সিটিতে যাত্রীবাহী বাসের কাছে বোমা বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন।

কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। (সূত্র: বিবিসি, আল জাজিরা)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/লতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর