thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

খেলছেন না আফ্রিদি

২০১৩ ডিসেম্বর ২৭ ১১:০৫:১০
খেলছেন না আফ্রিদি

দ্য রিপোর্ট ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবার শেষ ওয়ানডেতে খেলছেন না পাকিস্তানের অলরাউন্ডার শহিদ আফ্রিদি। ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের নাম এই ম্যাচ থেকে প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে মেয়ের অসুস্থতার কারণে শেষ ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার এবং দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন এই অলরাউন্ডার।

তবে দলের একটি সূত্র অবশ্য জানিয়েছে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। আর নিজের মেয়ের অসুস্থতার কারণ দেখিয়ে দেশে ফিরে আসার ব্যাপারে দলের ম্যানেজার মঈন খানের সঙ্গেও আলোচনা করেছেন সাবেক এই অধিনায়ক। (সূত্র: টিসি)

(দ্য রিপোর্ট/এমআই/ এমডি/লতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর