thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ডারবানে প্রথম দিন ভারতের

২০১৩ ডিসেম্বর ২৭ ১১:৪৮:১৩
ডারবানে প্রথম দিন ভারতের

দ্য রিপোর্ট ডেস্ক : ডারবানে সিরিজ নির্ধারণী ম্যাচের প্রথম দিনের শেষ বিকেলটা মুরালি বিজয়ের। সেঞ্চুরির মাইলফলক থেকে মাত্র ৯ রান দূরে রয়েছেন তিনি। অপরপ্রান্তে ৫৮ রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দিচ্ছেন প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি (১৫৩) হাঁকানো চেতেশ্বর পুজারা। দিনশেষে ভারতের সংগ্রহ এক উইকেটে ১৮১ রান।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ হয়েছে ভারতের। শেখর ধাওয়ান ও মুরালি বিজয়ের ৪১ রানের জুটি থামিয়েছেন মর্নে মর্কেল। ব্যক্তিগত ২৯ রানে ধাওয়ানের বিদায়ের পর বিজয় ও পুজারা অপরাজিত থেকে ১৫২ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন।

ক্যালিসের বিদায়ী টেস্টে ডারবানের গ্যালারির দৃষ্টি ছিল এই অলরাউন্ডারের দিকে। কিন্তু এদিন উইকেট শূন্য থেকেছেন তিনি। একমাত্র উইকেটটি নিয়েছেন মর্নে মরকেল। আলোক স্বল্পতার জন্য পুরো ওভার ব্যাট করতে পারেনি ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: প্রথম ইনিংস ১৮১/১ (বিজয় ৯১*, পুজারা ৫৮*; মরকেল ২৬/১)

(দ্য রিপোর্ট/এমআই/ এমডি/লতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর