thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

পরোক্ষভাবে অবরুদ্ধ খালেদা জিয়া

২০১৩ ডিসেম্বর ২৭ ১২:১২:০৫
পরোক্ষভাবে অবরুদ্ধ খালেদা জিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকার প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে এসে শুক্রবার সকালে এসব কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, হামলা মামলা দিয়ে শত চেষ্টা করেও অতীতের কোনো সরকার বিরোধী দলের আন্দোলন দমন করতে পারেনি, ভবিষ্যতেও এই সরকার পারবে না।

বিরোধী দলের আন্দোলন কর্মসূচি দমন করতে গিয়ে সারা দেশটাকে আজ অবরুদ্ধ করে ফেলেছে উল্লেখ করে তিনি বলেন, জনতার বিজয় হবেই।

তিনি বলেন, সরকার যতো বাধাই দিক না কেন, ২৯ ডিসেম্বর ঘোষিত মার্চ ফর ডেমোক্রেসি নামে ঢাকা অভিমুখে যে অভিযাত্রা তা অব্যাহত থাকবে।

(দ্য রিপোর্ট/এমএইচ/এপি/এমডি/লতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর