thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘২০৩০ সালের মধ্যে ইউরোপের বৃহত্তম অর্থনীতি যুক্তরাজ্য’

২০১৩ ডিসেম্বর ২৭ ১২:৪৫:৫৬
‘২০৩০ সালের মধ্যে ইউরোপের বৃহত্তম অর্থনীতি যুক্তরাজ্য’

দ্য রিপোর্ট ডেস্ক : বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০৩০ সালের মধ্যে ফ্রান্স ও জার্মানিকে ছাড়িয়ে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ হবে যুক্তরাজ্য।

দ্য সেন্টার ফর ইকোনোমিক অ্যান্ড বিসনেস রিসার্চ (সিইবিআর) নামের একটি ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান এ প্রতিবেদনটি প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য ২০১৮ সালের মধ্যেই অর্থনীতির দিক থেকে ফ্রান্সকে ছাড়িয়ে যাবে। আর জার্মানিকে টপকাতে সময় নেবে ২০৩০ সাল পর্যন্ত।

ওই একই সময়ে ভারত ও ব্রাজিল দেশটিকে টপকে যাবে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালের মধ্যেই পশ্চিম ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি যুক্তরাজ্যের কাছে তার অবস্থান হারাবে। কেননা যুক্তরাজ্যের জনসংখ্যা দ্রুত বাড়ছে এবং দেশটি ইউরোপিয়ান অর্থনীতির ওপর কম নির্ভরশীল।

গবেষণা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মনে করেন, যদি দেশটি ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করতো তবে এর অর্থনীতি আরো দ্রুত উন্নত হতো।

(দ্য রিপোর্ট/এআইএম/এমডি/লতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর