thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

‘নিজের এমপিদের প্রতি বেগম জিয়ার আস্থা নেই’

২০১৩ অক্টোবর ২৭ ১৬:৩৯:০২ ০০০০ 00 ০০ ০০:০০:০০
‘নিজের এমপিদের প্রতি বেগম জিয়ার আস্থা নেই’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, জনগণের প্রতি বেগম জিয়ার আস্থা নেই। এমনকি নিজ দলের এমপিদের প্রতিও তার কোনো আস্থা নেই।



রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে আওয়ামী যুবলীগ (দক্ষিণ) আয়োজিত এক সমাবেশে তিনি এই কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, ‘বেগম জিয়া দাবি করেছেন জনগণ বিএনপি-জামায়াত জোটের সঙ্গে আছে। যদি তাই হয় তাহলে আপনার ভয় কোথায়? প্রধানমন্ত্রী যখন সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়েছেন তখন আপনারা (বিএনপি) রাজি না হয়ে এর বিরোধিতা করলেন। কারণ আপনারা তো নিজেদের এমপিদের প্রতি আস্থা রাখতে পারেননি।’
তিনি বলেন, ‘বেগম জিয়া সংবিধানকে অসম্মান করেছেন। তিনি গণমাধ্যম, দেশ ও দেশের মানুষের স্বাধীনতায় বিশ্বাসী নন। জনগণ সমর্থন দেবে না বলে তিনি হরতালের আগের দিন নেতা-কর্মীদের দিয়ে নৈরাজ্য করে মানুষের মাঝে ভীতি ছড়িয়েছেন।’
বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের সমালোচনা করে তিনি আরো বলেন, ‘খালেদা জিয়া বলেছেন বর্তমান সরকার অবৈধ হয়ে গেছে। সংবিধান মতে, বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে জানুয়ারির ২৪ তারিখে। এ সরকার যদি অবৈধ হয় তাহলে এখন সরকারের দায়িত্ব পালন করবে কে? আপনি কি দেশকে সরকার শূন্য করতে চান? আপনার আসন শতকরা ১০ শতাংশ, আপনি তো সরকার গঠন করতে পারবেন না। তাহলে এ শূন্যতা পূরণে আপনি কোন অপশক্তিকে ক্ষমতা দখলের আহবান করছেন?’
তিনি এ সময় আল্টিমেটামের পথ ছেড়ে আলোচনার মাধ্যমে সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের জন্য বেগম জিয়ার প্রতি আহবান জানান।
যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বদি, মোরসালিন আহমেদ, গাজী সরোয়ার হোসেন প্রমুখ।
(দিরিপোর্ট২৪/রিজভী/আইজেকে/এমডি/ অক্টোবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর