thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বীরভূমে চার মেয়েসহ মা-বাবার আত্মহত্যা

২০১৩ ডিসেম্বর ২৭ ১৪:২০:৫৬
বীরভূমে চার মেয়েসহ মা-বাবার আত্মহত্যা

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ আশ্রমে চার মেয়েসহ এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আশ্রমটির এক কক্ষ থেকে বৃহস্পতিবার তাদের লাশ উদ্ধার করা হয়।

এক পুলিশ কর্মকর্তা জানান, আত্মহত্যার উদ্দেশে বুধবার রাতে ওই দম্পতি চার মেয়েসহ কীটনাশক মিশ্রিত খাবার খায়।

মেয়েদের বয়স এক, পাঁচ, আট ও ১০ বছর বলে জানিয়েছে পুলিশ।

ওই কক্ষ থেকে একটি সুইসাইড নোট ও কীটনাশকের খালি বোতল উদ্ধার করা হয়েছে।

সূত্র জানিয়েছে, ওই দম্পতি আশ্রমের নিবন্ধনে তাদের নাম বিজয় মিশ্র (৪৬) ও কারিন্দি মিশ্র (৩৯) বলে উল্লেখ করেছে। তাদের বাড়ি বিহারের কামিনচক বলে নিবন্ধনে উল্লেখ করেছে তারা। তবে তারা আসলে গুজরাটের সুরাট এলাকার বাসিন্দা বলে ওই সূত্র জানিয়েছে। তারা ডিসেম্বরের ২৪ তারিখে ওই আশ্রমে আসেন।

এক পুলিশ কর্মকর্তা জানান, তীব্র অর্থনৈতিক সংকটের কারণেই ওই দম্পতি আত্মহত্যা করেছেন বলে সুইসাইড নোটে উল্লেখ করেছেন। তারা তাদের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান। (সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/রাসেল/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর