thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

খালেদা জিয়া জাতির সঙ্গে প্রতারণা করেছেন : ছাত্রলীগ

২০১৩ অক্টোবর ২৭ ১৬:৪২:৩৯
খালেদা জিয়া জাতির সঙ্গে প্রতারণা করেছেন : ছাত্রলীগ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ছাত্রলীগ নেতারা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর আহবানে সাড়া না দিয়ে খালেদা জিয়া জাতির সঙ্গে প্রতারণা করেছেন। ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে রবিবার সকাল ১২টায় রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক সমাবেশে তারা এ অভিযোগ করেন।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান বলেন, “বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া কথা দিয়ে কথা রাখেননি। তিনি ২৪ তারিখ ১৮ দলীয় জোটের সমাবেশে বলেছিলেন, আলোচনার উদ্যোগ নিলে হরতাল প্রত্যাহার করবেন। কিন্ত মাননীয় প্রধানমন্ত্রী তাকে ফোন করে আলোচনার আহবান জানালেও তিনি তা উপেক্ষা করে হরতাল বহাল রেখেছেন।”

সমাবেশে ছাত্রলীগ সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, “অলিতে-গলিতে, রাজপথে যেখানেই জামাত-শিবির ও ছাত্রদলের কর্মীদের পাওয়া যাবে তাদের গণধোলাই দিয়ে পুলিশে দেওয়া হবে। ছাত্রসমাজকে জামাত-শিবিরের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।”

(দিরিপোর্ট২৪/সৌরভ/এইচএস/এমডি/অক্টোবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর