thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

গাজীপুরে বিশেষ অভিযানে আটক ২৬

২০১৩ ডিসেম্বর ২৭ ১৬:০০:২৩
গাজীপুরে বিশেষ অভিযানে আটক ২৬

গাজীপুর সংবাদদাতা : জেলার বিভিন্ন এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ নাশকতার অভিযোগে ২৬ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গাজীপুর জেলার ৬টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলা সদর জয়দেবপুর থানায় ১৮, টঙ্গী থানায় ৪, কালিয়াকৈর ২ ও কালিগঞ্জ থেকে ২ জন আটক করা হয়।

২৯ ডিসেম্বর বিরোধী জোটের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের আটক করা হয়েছে বলে জানা যায়।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইসমাইল হোসেন জানান, জনগণের জান-মালের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় দায়িত্ব পালনে পুলিশ যথেষ্ট সতর্ক রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএম/এফএস/এমডি/রাসেল/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর