thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছাল

২০১৩ অক্টোবর ২৭ ১৬:৪৪:৫৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছাল

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের পরীক্ষা পিছিয়েছে। ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ২০১৩ সালের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(CSE)পার্ট-১, প্রথম সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা আগামী ২ নভেম্বর শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান স্বাক্ষরিত রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরেক বিজ্ঞপ্তিতে ১ নভেম্বরের এলএলবি শেষপর্বের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৮টায় এ পরীক্ষা নেওয়া হবে।

এর আগে অন্য এক বিজ্ঞপ্তিতে ২৭ অক্টোবর নির্ধারিত বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি এবং নৃবিজ্ঞান বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২ নভেম্বর সকাল ৯টায় এ পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

(দিরিপোর্ট২৪/সৌরভ/আইজেকে/এমডি/অক্টোবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর