thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

পবিপ্রবিতে চাঁদাবাজির অভিযোগে আটক ২

২০১৩ ডিসেম্বর ২৭ ১৭:১৩:১৯
পবিপ্রবিতে চাঁদাবাজির অভিযোগে আটক ২

পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মাণকাজে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলের ২ কর্মীকে আটক করেছে পুলিশ।

এরা হলেন- এটিএম সাইফুদ্দিন হিরা ও বহিরাগত সন্তোষ কুমার। বৃহস্পতিবার রাতে এই দুই যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে।

দুমকি থানার অফিসার ইনর্চাজ জিয়াউল হক দ্য রিপোর্টকে জানান, চাঁদাবাজির অভিযোগে আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. নওয়াব আলী দ্য রিপোর্টকে জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তিনি ক্যাম্পাসের বাহিরে আছেন, তাই চাঁদাবাজির বিষয়টি অবগত নন।

স্থানীয়রা জানায়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নির্মাণ কাজ চলছে। ওই কাজের ঠিকাদার পটুয়াখালীর সেলিম খন্দকার। কাজের মালামাল সাপ্লাই দেন আজাহার মৃধা। আজাহার মৃধাকে চাঁদা দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকর্মী হিরা ও বহিরাগত সন্তোষ।

(দ্য রিপোর্ট/বিডি/এমএইচও/এসবি/রাসেল/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর