thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

কলকাতায় ট্রেড ফেয়ারে এফবিসিসিআইয়ের প্রতিনিধি দল

২০১৩ ডিসেম্বর ২৭ ১৭:৫৮:১২

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারতের ২৬তম ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ারে যোগ দিতে কলকাতা পৌঁছেছে ৭৫ সদস্যের এফবিসিসিআই প্রতিনিধি দল।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল শুক্রবার দুপুরে চার দিনের সফরে কলকাতায় পৌঁছেন।

কলকাতার মিলনমেলা কমপ্লেক্স অডিটরিয়ামে শুক্রবার ৩টায় পশ্চিমবঙ্গের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পার্থ চ্যার্টাজী এ মেলার উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন কাজী আকরাম উদ্দিন আহমদ।

এই প্রথমবারের মতো এফবিসিসিআই এবং বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (বিএনসিসি) যৌথ সহায়তায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ সময় অন্যান্যের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব সঞ্জয় মিত্র, বিএনসিসির সভাপতি দেবন্দ্র বসু এবং কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার আবিদা ইসলাম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, ফেয়ারে অংশগ্রহণের মাধ্যমে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশে উৎপাদিত প্রকৌশল মেশিন, হালকা ও ভারী শিল্পের যন্ত্রাংশ ও সেবাসহ অন্যান্য পণ্যের সাথে পরিচিতির মাধ্যমে গুণগতমান যাচাই ও বাজার অনুসন্ধান করার সুযোগ হবে। তিনি দুই দেশের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতির কমিয়ে আনার লক্ষ্যে ভারত সরকারের প্রতি অনুরোধ জানান।

উল্লেখ্য, ২০১৩ সালে বাংলাদেশ ভারতে রফতানি করে প্রায় ২৭৬ মিলিয়ন ডলারের পণ্যসামগ্রী এবং ভারত থেকে আমদানি করে প্রায় ৪.৮ বিলিয়ন ডলারের সমপরিমাণ পণ্যসামগ্রী।

ব্যবসায়ী প্রতিনিধিদলে রয়েছেন এফবিসিসিআইয়ের সহসভাপতি হেলাল উদ্দিন, পরিচালক আনোয়ার সাদাত সরকার, কোহিনুর ইসলাম, বিজয় কুমার কেজরিওয়াল, মোহাম্মদ আলী সরকার, মোহাম্মদ জালাল উদ্দিন আহমেদ (ইয়ামীন), এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক হিজকিল গুলজার, মোহাম্মদ দেলওয়ার হোসেন, আহমেদ জামাল প্রমুখ।

২৭ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে। বাংলাদেশের মোট ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এতে বাংলাদেশের ১৮ জন নারী উদ্যোক্তাসহ রফতানিযোগ্য সেক্টরের প্রতিনিধিদল অংশগ্রহণ করছেন। প্রতিনিধিদল বিএনসিসি আয়োজিত বিজনেস টু বিজনেস মিটিং, সংবর্ধনা অনুষ্ঠান এবং নৈশভোজে অংশগ্রহণ করবেন। এছাড়া কলকাতার বাংলাদেশ দূতাবাস ব্যবসায়ী প্রতিনিধিদলের সম্মানে ২৮ ডিসেম্বর এক সংবর্ধনা অনুষ্ঠানে মিলিত হবেন।

(দ্য রিপোর্ট/এআই/জেএম/নূরুল/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর