thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘ইসরায়েলে হামলায় দায়ী হামাস’

২০১৩ ডিসেম্বর ২৭ ১৮:২০:৫৩
‘ইসরায়েলে হামলায় দায়ী হামাস’

দ্য রিপোর্ট ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলে চালানো সব হামলার জন্য হামাসকে দোষারোপ করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। হামাস বর্তমানে গাজা উপত্যকার সরকারে রয়েছে। খবর আল জাজিরার।

কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার গাজার সীমান্ত এলাকা থেকে দক্ষিণ ইসরায়েলে রকেট হামলায় এক ইসরায়েলি নিহত হয়। এ ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিনে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে এক শিশুসহ ২ জন নিহত হয়।

নিতানিয়াহু বলেন, ‘আমাদের উপরে সব ধরনের হামালার জন্য ইসরায়েল হামাসকে দায়ী করছে।’

ইসরায়েলের হ্যাতজারমিন বিমানঘাঁটিতে এক পাইলট গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নিতানিয়াহু আরো বলেন, ‘আমরা তাদেরকে আঘাত করবো যারা আমাদের আক্রমণ করে ও আক্রমণকারীদের সহায়তা করে।’

প্রসঙ্গত, আগামী সপ্তাহে গাজায় ইসরায়েলের নতুন বসতি পরিকল্পানা ঘোষণা দেওয়ার প্রস্তুতিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যেকার সীমান্ত উত্তেজনা আবারো বৃদ্ধি পেয়েছে।

(দ্য রিপোর্ট/এআইএম/জেএম/নূরুল/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর