thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শেষ হলো শরীরগঠন প্রতিযোগিতা

২০১৩ ডিসেম্বর ২৭ ১৮:২৩:১৪
শেষ হলো শরীরগঠন প্রতিযোগিতা

দ্য রিপোর্ট প্রতিবেদক : জহির রায়হান কালচারাল সেন্টারে দিনব্যাপী বিজয় দিবস শরীরগঠন প্রতিযোগিতা শেষ হয়েছে শুক্রবার। প্রতিযোগিতায় ৫৫ কেজি ওজন শ্রেণীতে প্রথম হয়েছেন বৈদ্যনাথ দত্ত জিমনেসিয়ামের খালিদ বিন তৈমুর।

এছাড়া দ্বিতীয় হয়েছেন জান্নাতবাগ শরীরচর্চাকেন্দ্রের সাইফুল ইসলাম। তৃতীয় স্থান অধিকার করেছেন হাবিবুল্লাহ বাহার শরীরচর্চাকেন্দ্রের শরিফুল ইসলাম।

৬০ কেজি ওজন শ্রেণীতে স্পীড জিমে রনজিত চন্দ্র সরকার প্রথম, স্পার্ক জিমে রনি দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন ফিজিক্যাল হেলথ ক্লাবে মোহাম্মদ ইমরান। ৬৫ কেজি ওজন শ্রেণীতে মাসেল ম্যানিয়া অ্যান্ড ফিটনেস ক্লাব আহসান উল্লাহ প্রথম, হাবিবুল্লাহ বাহার শরীরচর্চাকেন্দ্রের রুবাইয়াত বিন তারিক জামি দ্বিতীয় এবং ওয়ান জিমের আল আমিন তৃতীয় স্থান অধিকার করেন। ৭০ কেজি ওজন শ্রেণীতে নিউ সিটি জিমের মোহাম্মদ জয় এবং ৭০ কেজি প্লাস ওজন শ্রেণীতে পাওয়ার জিমের আসিফ জিহান প্রথম স্থান অধিকার করেছেন।

ওপেন ওয়েট ক্যাটাগরি আমন্ত্রণমূলক জাতীয় শরীরগঠন মানোন্নয়ন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশ আনসার দলের সুমন চন্দ্র দাস। দ্বিতীয় হয়েছেন একই দলের মোহাম্মদ আশরাফুজ্জামান সজীব। তৃতীয় হয়েছেন ইনসেপ্ট জিমের আনোয়ার হোসেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর