thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বিজয় দিবস জিমন্যাস্টিকস

২০১৩ ডিসেম্বর ২৭ ১৯:০৯:৪০
বিজয় দিবস জিমন্যাস্টিকস

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেসিয়ামে শুক্রবার দিনব্যাপী বিজয় দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার পুরুষ ফ্লোরে প্রথম হয়েছেন লিংকস অ্যান্ড বিল্ডসের ঈসাদ হোসেন, দ্বিতীয় হয়েছেন বিকেএসপির বোরহানউদ্দিন। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন লিংকস অ্যান্ড বিল্ডসের আবুল কালাম আজাদ।

প্যারালাল বারসে লিংকস অ্যান্ড বিল্ডসের ঈসাদ হোসেন প্রথম হয়েছেন। ইভেন্টে কখগ ক্লাবের আলামিন ইসলাম দ্বিতীয় এবং বিকেএসপির শামিম খান তৃতীয় হয়েছেন। ভল্ডিং টেবিলে বিকেএসপির বোরহানউদ্দিন প্রথম, একই দলের শামিম খান দ্বিতীয় এবং লিংকস অ্যান্ড বিল্ডসের ঈসাদ হোসেন তৃতীয় হয়েছেন।

এদিকে মহিলা ফ্লোর ইভেন্টে বিকেএসপির মুশফিকা আক্তার প্রথম, একই দলের মারুফা সুলতানা দ্বিতীয় এবং মনি আক্তার তৃতীয় হয়েছেন। ভল্ডিং টেবিলে বিকেএসপির মুশফিকা আক্তার প্রথম, মনি আক্তার দ্বিতীয় এবং ফারজানা আক্তার তৃতীয় হয়েছেন। বালক (৮-৯ বছর) ভল্টিং টেবিলে বিকেএসপির আলামিন প্রথম, একই দলের রাফি ও মিনহাজুল দ্বিতীয় এবং শাহেদ হোসেন তৃতীয় হয়েছেন।

বালকদের (৮-৯ বছর) ফ্লোরেও বিকেএসপির আলামিন প্রথম, একই দলের রাফি ও মিনহাজুল দ্বিতীয় এবং শাহেদ হোসেন তৃতীয় হয়েছেন। বালকদের (১০-১২ বছর) ভল্টিং টেবিলে বিকেএসপির শিশির প্রথম, একই দলের শফিকুল ইসলাম দ্বিতীয়, অগ্রিম ফিটনেস সেন্টারের সাগর আহমেদ তৃতীয় হয়েছেন। ফ্লোরে বিকেএসপির মনির হোসেন, শিশির ও শফিকুল ইসলাম যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন। বালিকা (৮-৯ বছর) ভল্টিং টেবিলে বিকেএসপির মেহেরুন নিসা প্রথম, একই দলের লামিয়া আক্তার দ্বিতীয় এবং গ্রিম ফিটনেস সেন্টারের অনামিকা তৃতীয় হয়েছেন। ফ্লোরে বিকেএসপির মেহেরুন নিসা প্রথম, একই দলের লামিয়া আক্তার দ্বিতীয় এবং নারিন্দা প্রগতি বয়েজ ক্লাবের শোভা তৃতয়ি হয়েছেন।

বালিকা (১১-১২বছর) ভল্টিং টেবিলে বিকেএসপির নারগিস নাহার প্রথম, একই দলের নূর আক্তার বানু দ্বিতীয় এবং একই দলের শান্তা ইসলাম তৃতীয় হয়েছেন। ফ্লোরে বিকেএসপির র্নূ আক্তার বানু প্রথম, নারগিস নাহার দ্বিতীয় এবং শান্তা ইসলাম তৃতীয় হয়েছেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এসময় ফেডারেশনের সভাপতি শেখ মো. বশির আহমেদ এবং সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/রাসেল/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর