thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

বরিশাল থেকে যোগ দেবে দশ হাজার নেতাকর্মী

২০১৩ ডিসেম্বর ২৭ ১৯:২২:২১
বরিশাল থেকে যোগ দেবে দশ হাজার নেতাকর্মী

বরিশাল সংবাদদাতা : ঢাকা অভিযাত্রা সফল করতে বরিশাল থেকে ১০ হাজার নেতাকর্মী যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন নগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারসহ প্রথম শ্রেণির নেতৃস্থানীয়রা।

এদিকে শুক্রবার বেলা ১১টা থেকে নাশকতার আশঙ্কার কথা বলে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি। লঞ্চ বন্ধ হবার এখন পর্যন্ত কোনো নির্দেশনা নেই বলে জনিয়েছেন কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি ও সুন্দরবন নেভিগেশনের পরিচালক সাইদুর রহমান রিন্টু।

জেলা (দক্ষিণ) বিএনপির সাকেব সাধারণ সম্পাদ বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বরিশাল নগর ও জেলার ১০ উপজেলা মিলিয়ে এবারের অভিযাত্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নেবেন।

তিনি আরো জানান, নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা থাকায় এবং প্রতি রাতে পুলিশের অভিযান অব্যাহত থাকায় অনেকটা কৌশল করে গাঁ ঢাকা দিয়ে তবেই রাজধানীতে যেতে হচ্ছে। এ জন্য বুধবার থেকেই তাদের কর্মীরা ঢাকার উদ্দেশে বরিশাল ছেড়েছেন। বৃহস্পতিবার পুলিশের হয়রানি এড়াতে ২০টির অধিক ট্রাকে চেপে কর্মীরা ঢাকায় গেছেন।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এটিএম মোজাহিদুল ইসলাম বলেন, তারা কাউকে অভিযাত্রায় যোগ দিতে কোনো বাধা দিচ্ছেন না। এমনকি বিরোধী জোটের কোন নেতাকর্মীর বাড়িতে অভিযান চালানো হচ্ছে না।

তিনি আরো বলেন, বাস বা লঞ্চ চলাচলে তাদের পক্ষ থেকে কোন বাধা নেই। তবে মালিকরা শঙ্কিত হয়ে তাদের বাহন চালাতে না চাইলে তারা জোর করতে পারেন না।

বাস চলাচল বন্ধের বিষয়ে জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেনও তার শঙ্কার কথা জানান। তিনি বলেন, বাসে হামলা-ভাঙচুর হতে পারে বলে তারা নিজ থেকে পরিবহন বন্ধ করে দিয়েছেন। তবে কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, শুক্রবার সন্ধ্যায় তারা ঢাকার উদ্দেশে লঞ্চ ছাড়বেন।

(দ্য রিপোর্ট/বিএস/এমএআর/রাসেল/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর