thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে নেই ক্যালিস

২০১৩ ডিসেম্বর ২৭ ১৯:৩১:৫৩
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে নেই ক্যালিস

দ্য রিপোর্ট ডেস্ক : টোয়েন্টি২০ বিশ্বকাপের জন্য প্রাথমিক ৩০ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তাতে জায়গা হয়নি সদ্য টেস্ট থেকে অবসরের ঘোষণা দেওয়া জ্যাক ক্যালিসের। ২০১৪ সালে এই আসর বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

গত বুধবার টেস্ট থেকে সরে দাঁড়ানোর কথা বললেও সীমিত ওভারের ম্যাচে খেলবেন বলে জানিয়েছিলেন ক্যালিস। একই সঙ্গে ২০১৫ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বিশ্বকাপে খেলার ইচ্ছা পোষণ করেছেন তিনি।

টোয়েন্টি২০ স্কোয়াডে ক্যালিসের না থাকার ব্যাপারে নির্বাচনী কমিটির আহ্বায়ক আন্ড্র হাডসন বলেছেন, ‘বেশ কয়েকবার টোয়েন্টি২০’র স্কোয়াডে ছিলেন না ক্যালিস। এরই মধ্য দিয়েই ক্যালিস পরিষ্কার করেছেন তিনি টোয়েন্টি২০ নয়, খেলতে চান ৫০ ওভারের বিশ্বকাপে।’

২০১২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টোয়েন্টি২০ বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো ম্যাচ খেলেননি ৩৮ বছর বয়সী ক্যালিস। আর টেস্ট অধিনায়ক গ্রায়েম স্মিথ টোয়েন্টি২০ ম্যাচ খেলছেন না ২০১১ সালের পর থেকে।

দক্ষিণ আফ্রিকা দল : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কাইল এব্যাট, হাসিম আমলা, ফারহান বেহারদিন, হানরি ডেভিডস, কুইনটন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেন অ্যালগার, বেরান হেনরিকস, ইমরান তাহির, কলিন ইনগ্রাম, ররি ক্লেইনভেল্ডট, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, মর্নে মর্কেল, ক্রিস মরিস, জাস্টিন ওনটং, ওয়েন পার্নেল, রবিন পিটারসন, অ্যারন ফাঙ্গিসো, ভেরনন ফিল্যান্ডার, রিলি রোসসোউ, ডেল স্টেইন, রুটি থেরন, লনওয়াবো সোতসোবে, ভন জার্সভেল্ড, ডেন ভিলাস, হারডুস ভিরজোয়েন ও ডেভিড উইসে।

(দ্য রিপোর্ট/সিজি/এএস/রাসেল/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর