thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

২ ধাপ পিছিয়েছেন জামাল

২০১৩ ডিসেম্বর ২৭ ২০:৪১:২৪
২ ধাপ পিছিয়েছেন জামাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : ম্যাকলেওড রাসেল ট্যুর চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডেও ২ ধাপ পিছিয়েছেন বাংলাদেশের গলফার জামাল হোসেন মোল্যা। শুক্রবার পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে ১৫তম স্থানে রয়েছেন। প্রথম রাউন্ড তিনি ১৩ তম স্থানে থেকে শেষ করেছিলেন।

বাংলাদেশের অপর গলফার সাখাওয়াত হোসেন সোহেল দ্বিতীয় রাউন্ডেও ভাল করতে পারেননি। পারের চেয়ে ৪ শট বেশি নিয়ে ৬৩তম স্থানে রয়েছেন।

কলকাতায় রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবে শুক্রবার ৪টি বার্ডির বিপরীতে ৩টিতে বোগি করেছেন জামাল। একই ফল করে জামালের সঙ্গে যৌথভাবে ১৫তম স্থানে রয়েছেন এশিয়ান ট্যুর তারকা গগনজিৎ ভুলার এবং শ্রীলঙ্কান তারকা মিথুন পেরেরা। ২ রাউন্ড মিলিয়ে প্রত্যেকেই পারের চেয়ে দুই শট এগিয়ে রয়েছেন। ১ কোটি ৩৫ লাখ রুপীর টুর্নামেন্টের দ্বিতীয় দিন প্রথম স্থানে রয়েছেন স্বাগতিক প্রতিযোগী সঞ্চয় কুমার। পারের চেয়ে ৭ শট এগিয়ে থেকে লিডার্স বোর্ডে দ্বিতীয়স্থানে রয়েছেন এশিয়ান ট্যুর তারকা অনির্বাণ লাহিড়ি।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/রাসেল/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর