thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

২০১৩ ডিসেম্বর ২৭ ২১:৪৪:৩১
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় মালকি রাণী দাশ (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া আরো দুইজন আহত হন।

আহতরা হলেন- চম্পা রাণী দাশ (৩৬) ও মুক্তা রাণী দাশ (১০)।

মধুপুর পৌরশহরের চাড়ালজানি ছোট ব্রিজ এলাকায় শুক্রবার দুপুরে মোটরসাইকেল ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

মধুপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুরুল হুদা দ্য রিপোর্টকে জানান, দুর্ঘটনায় মালকি রাণী দাশ ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটানায় আহত চম্পা ও মুক্তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে মুক্তাগাছা থেকে বাড়ি ফেরার পথে চাড়ালজানির এলাকায় বিপরীত দিক থেকে আসা টেম্পুর সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী চারজনের মধ্যে কেবলমাত্র রতন দাশ অক্ষত আছেন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য।

(দ্য রিপোর্ট/এআর/এমএইচও/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর