thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বৃষ্টি, স্টেইন আর ডারবান

২০১৩ ডিসেম্বর ২৭ ২৩:৫০:৫৭
বৃষ্টি, স্টেইন আর ডারবান

দ্য রিপোর্ট ডেস্ক : সকালে বৃষ্টি থাকায় ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের খেলা মাঠে গড়িয়েছে ঘণ্টা তিনেক পর। রোদের আলোয় ফের শুরু হওয়া ম্যাচে কেন্দ্রবিন্দুর মূলে ছিলেন ডেল স্টেইন। তার দুর্দান্ত বোলিংয়ে শতক বঞ্চিত হয়েছেন মুরালি বিজয়। আর গুটিয়ে যাওয়ার আগে ধোনি বাহিনী করেছে ৩৩৪ রান।

আগের দিন অসাধারণ ব্যাটিং করেছেন অপরাজিত মুরালি বিজয় (৯১) ও চেতেশ্বর পুজারা (৫৮)। তাদের দারুণ ব্যাটিংয়ের বদৌলতে ভালো স্কোর (১৮১/১) গড়েই দিনের খেলা শেষ করেছিল ভারত। তবে দ্বিতীয় দিন ভারতের নয়; ছিল বোলার ডেল স্টেইনের। তিনি একাই ভেঙে দিয়েছেন সফরকারীদের ব্যাটিং মেরুদণ্ড।

দ্বিতীয় উইকেটে বিজয় ও পুজারার দায়িত্বশীল জুটি গুঁড়িয়ে দিয়েছেন স্টেইন। বিদেশের মাটিতে প্রথমবারের মতো সেঞ্চুরি হাঁকানোর পথেই এগিয়ে যাচ্ছিলেন মুরালি। কিন্তু না; আশা পূরণ হয়নি তার। তাকে বঞ্চিত করেছেন স্টেইন। সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে মুরালিকে আউট করেছেন তিনি। এর আগে জুটি সতীর্থ পুজারাকেও (৭০) সাজঘরে ফিরিয়েছেন স্টেইন। দুই জনই ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।

এই জুটির পর বড় কোনো পার্টনারশিপ গড়তে পারেনি ভারত। মূলত ডারবানের উইকেটে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন স্টেইন। তার গতির সামনে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হননি সফরকারী ব্যাটসম্যানরা। সকালে বৃষ্টির জন্য খেলা বিলম্বে শুরু হলেও ম্যাচের পরের সময়টুকু ছিল শুধুই স্টেইনের। তার অসাধারণ বোলিং নৈপুণ্যই দেখেছে ডারবান। দিন শেষে ১০০ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি।

স্টেইনের দুর্দান্ত বোলিংয়ের জন্য শেষ পর্যন্ত সবকয়টি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৩৪ রান তুলেছে ভারত। আজিঙ্ক্য রাহানে অপরাজিত ৫১, বিরাট কোহিল ৪৬ ও অধিনায়ক ধোনি ২৪ রান করেছেন।

শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ৮২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৩৫ রানে ব্যাট করছেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। আর ৪৬ রানে অপরাজিত রয়েছেন আলভিরো পিটারসেন।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৮২/০ (স্মিথ ৩৫*, পিটারসেন ৪৬*)

ভারত প্রথম ইনিংস: ৩৩৪ (মুরালি ৯৭, পুজারা ৭০, আজিঙ্ক্য ৫১*, কোহলি ৪৬; স্টেইন ৬/১০০, মর্কেল ৩/৫০)

(দ্য রিপোর্ট/সিজি/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর