thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

‘বিরোধী দলীয় নেত্রীর মনোভাবে দেশবাসী হতাশ’

২০১৩ অক্টোবর ২৭ ১৭:০৮:৩৯ ০০০০ 00 ০০ ০০:০০:০০
‘বিরোধী দলীয় নেত্রীর মনোভাবে দেশবাসী হতাশ’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : একটি শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সদিচ্ছা নিয়েই জননেত্রী শেখ হাসিনা শনিবার বিরোধীদলীয় নেত্রীকে ফোন করেছিলেন। কিন্তু বিরোধীদলীয় নেত্রীর নেতিবাচক মনোভাবে দেশবাসী হতাশ হয়েছে। মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।




সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রবিবার দুপুরে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘লাল টেলিফোন নষ্ট হওয়ার অজুহাত দেখিয়ে দুপুরে ফোন রিসিভ করেননি তিনি। কিন্তু স্বাভাবিক সৌজন্য দেখিয়েও বিরোধীদলীয় নেত্রী ফোন ব্যাক করতে পারতেন। তিনি সেটা না করলেও, উদারতা ও মহানুভবতা দেখিয়ে সন্ধ্যায় জননেত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রীকে ফোন করেন।’

ফোনালাপে শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রীকে ১৫ই আগস্ট কেক না কাটার অনুরোধ জানালে বিরোধীদলীয় নেত্রী অশোভনভাবে তা প্রত্যাখ্যান করেন। এটি বিরোধী দলের নেত্রেীর ‘প্রতিহিংসামূলক আচরণেরই উগ্র বহিঃপ্রকাশ’ বলে জানান ড. হাছান মাহমুদ।

তিনি আরও বলেন, ‘এরপরও জননেত্রী বিরোধীদলীয় নেত্রীকে সোমবার নৈশভোজসহ আলোচনার আমন্ত্রণ জানান। এখানেও তিনি (বিরোধীদলীয় নেত্রী) তার আগের দিনের বক্তব্য থেকে সরে এসে ভিন্ন মেরুতে অবস্থান নেন। সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় তিনি বলেছিলেন ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনার আহ্বান না জানালে হরতাল চলবে। কিন্তু আলোচনার আহ্বান জনানোর পরও তিনি হরতাল অব্যাহত রেখেছেন। এ সিদ্ধান্ত জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জনগণ এ হরতাল প্রত্যাখ্যান করেছে।’
হরতালে ব্যাপক নাশকতার কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘কোনো সুস্থ ও জ্ঞানসম্পন্ন মানুষ হরতালের নামে এ ধরনের নাশকতাকে সমর্থন করতে পারে না। গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় বিশ্বাস করে না বলেই বিএনপি জামায়াতের কাঁধে ভর করে সারাদেশে পরিচালিত নাশকতা ও নৈরাজ্য চালাচ্ছে।’

নিজ বাসভবনের সামনে শনিবার সকালে বোমা বিস্ফোরণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ বোমা হামলার দায়-দায়িত্ব বেগম খালেদা জিয়ার। বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপিত করার জন্য তিনি সারাদেশে বোমাবাজি করাচ্ছেন। ক্ষমতায় থাকাকালে ২১শে আগস্টের গ্রেনেড হামলার মাধ্যমে জননেত্রীকে হত্যা করতে চেয়েছিলেন জেনেও গতকাল জননেত্রী তাকে ফোন করেছেন দেশ ও গণতন্ত্রের স্বার্থে।’

দেশের বৃহত্তর স্বার্থে নৈরাজ্যের পথ পরিহার করে সংলাপে আসার জন্য বিরোধীদলীয় নেত্রীকে অনুরোধ জানান পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ।

(দিরিপোর্ট২৪/আইজেকে/এমডি/অক্টোবর ২৭, ২০১৩)


পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর