thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

নাটোরে ৭ জামায়াত-শিবিরকর্মী আটক

২০১৩ ডিসেম্বর ২৮ ১০:২১:৪৫
নাটোরে ৭ জামায়াত-শিবিরকর্মী আটক

নাটোর সংবাদদাতা : নাটোরের লালপুর ও বড়াইগ্রামে যৌথবাহিনী (পুলিশ, র‌্যাব ও বিজিবি) অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের সাত নেতা-কর্মীকে আটক করেছে। শুক্রবার রাতব্যাপী বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। তাদের শনিবার সকালে থানায় সোপর্দ করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার ড. নাহিদ হোসেন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনী শুক্রবার রাতব্যাপী অভিযান চালায়। অভিযানে জেলার লালপুর ও বড়াইগ্রাম থেকে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে আটক করা হয়।

হরতাল ও অবরোধের সময় তারা সড়কের পাশের গাছ কাটা ও পিকেটিং করাসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএআর/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর