thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মেট্রো চেপেই শপথ নিতে যাবেন কেজরিওয়াল

২০১৩ ডিসেম্বর ২৮ ১০:১৭:২৮
মেট্রো চেপেই শপথ নিতে যাবেন কেজরিওয়াল

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের রাজধানী নয়া দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এর আগে সরকারি বাংলো ও নিরাপত্তা নিয়ে অস্বীকৃতি জানিয়েছিলেন। এবার এই ‘আম আদমি’র নেতা সাধারণ মানুষের বাহন মেট্রো চেপেই যাবেন দিল্লি শাসনের ওয়াদা করতে।

রামলীলা মন্দিরে শনিবার দুপুরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কেজরিওয়াল ও তার নতুন মন্ত্রিসভার সদস্যরা।

রামলীলা মন্দির অবশ্য কেজরিওয়ালের জন্য টার্নিং পয়েন্ট। কারণ এই রামলীলা মন্দিরেই ২০১১ সালে গান্ধীবাদী আন্না হাজারের সঙ্গে দুর্নীতিবিরোধী নতুন আইনের দাবিতে টানা ১৬ দিন অনশন করে নজরে আসেন কেজরিওয়াল।

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে কেজরিওয়াল ও মন্ত্রিসভার সদস্যরা প্রথম মন্ত্রিসভা বৈঠকে বসবেন। রবিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শুক্রবার কেজরিওয়াল বলেছিলেন, ‘আমি বুঝতে পারছি, এটা আমার জন্য অনেক বড় দায়িত্ব।’

এই মুহূর্তে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সদ্য বৃদ্ধি পাওয়া সিএনজির দাম মোকাবিলা করা। কারণ রাজ্যজুড়ে সিএনজি চালকদের মধ্যে তার অনেক সমর্থক আছে।

এদিকে, কেজরিওয়াল তার শপথ অনুষ্ঠানে সব ধরনের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন। একইসঙ্গে শপথ অনুষ্ঠানে কোনো ভিআইপি উপস্থিত থাকবেন না বলেও জানিয়েছেন তিনি। দিল্লির ভিআইপি সংস্কৃতি বন্ধের জন্যই কেজরিওয়ালের এই আমন্ত্রণ।

এর আগে শুক্রবার তিনি দিল্লির বিভিন্ন জায়গা ঘুরে সাধারণ মানুষের অভিযোগ শোনেন। সূত্র : এনডিটিভি।

(দ্য রিপোর্ট/কেএন/এএস/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর