thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ মে 24, ৩০ বৈশাখ ১৪৩১,  ৫ জিলকদ  1445

ড্রোনবিরোধী বিক্ষোভে বিচ্ছিন্ন হচ্ছে পাকিস্তান : নওয়াজ

২০১৩ ডিসেম্বর ২৮ ১১:১৭:৩১
ড্রোনবিরোধী বিক্ষোভে বিচ্ছিন্ন হচ্ছে পাকিস্তান : নওয়াজ

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানে মার্কিন ড্রোন হামলাবিরোধী বিক্ষোভ দেশটিকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে বলে মন্তব্য করছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শুক্রবার বিক্ষোভকারীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, সরকার অন্যান্য দেশের সঙ্গে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। খবর- ডন নিউজের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নতুন ব্লকের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের চেষ্টা হচ্ছে, বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পারিক লাভজনক অংশীদারিত্বের বন্ধনে আবদ্ধ করা। কেননা আমরা একটি বিশ্বায়িত বিশ্বে বাস করছি যেখানে কেউ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না।’

চলমান আন্দোলনের ফলে পাকিস্তানের সঙ্গে বিশ্বসম্প্রদায়ের সম্পর্ক নষ্ট হতে পারে বলে গভীর শঙ্কা প্রকাশ করেন তিনি।

পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়া প্রদেশে পিটিআই ও জামায়েতে ইসলামির নেতৃত্বে মার্কিন ড্রোন হামলা ও ন্যাটোর রসদ সরবরাহের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। তবে শুক্রবার বক্তৃতাকালে নওয়াজ এর জন্য কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে দায়ী করেননি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ন্যাটোর সরবরাহ পথ খুলে দিতে পাকিস্তানের ওপর চাপ প্রয়োগ অব্যাহত আছে।

(দ্য রিপোর্ট/এআইএম/এমএআর/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর