thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বেহেশতে দাবা খেলার জন্য বন্ধুকে হত্যা করে আত্মহত্যা

২০১৩ ডিসেম্বর ২৮ ১১:৪৮:৫৯
বেহেশতে দাবা খেলার জন্য বন্ধুকে হত্যা করে আত্মহত্যা

দ্য রিপোর্ট ডেস্ক : বেহেশতে দাবা খেলার সঙ্গী হিসেবে পাওয়ার জন্য বন্ধুকে হত্যা করে আত্মহত্যা করেছেন চীনের এক ব্যক্তি। খবর টিএনএনের।

দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় চেচিয়াং প্রদেশে এ ঘটনাটি ঘটে। লিয়াও নামে ওই ব্যক্তি সুইসাইড নোটে বেহেশতে দাবা খেলার সঙ্গী হিসেবে পাওয়ার জন্য তার বন্ধুকে হত্যার কথা স্বীকারও করেছেন।

ওই বাড়ির মালিক ভাড়ার টাকা তুলতে গিয়ে নিহত প্রতিবেশীর লাশ দেখতে পায়। পরে তিনি পুলিশকে খবর দেন। তার গলায় আঘাতের চিহ্ন ছিল। পাশের ঘরেই পুলিশ লিয়াও এর মৃতদেহ খুঁজে পায়। সেখানে দুইটি চিরকুট ও কিছু ওষুধ ছিল বলে জানিয়েছে পুলিশ।

পারিবারিক কলহের কারণে লিয়াও আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। লিয়াও অসামাজিক ও পাগলাটে ছিল বলে তার বাড়ির মালিক জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/কেএন/এমসি/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর