thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আবারো রাজপথে ব্রাদারহুড, নিহত ৫

২০১৩ ডিসেম্বর ২৮ ১১:৫৭:৪৬
আবারো রাজপথে ব্রাদারহুড, নিহত ৫

দ্য রিপোর্ট ডেস্ক : মিশরে ইসলামপন্থী ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে আবারো রাজপথে বিক্ষোভ শুরু করেছে দলটি। শুক্রবারের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে দলটির কমপক্ষে ৫ কর্মী নিহত হয়েছেন। আটক করা হয়েছে প্রায় ২৬৫ জনকে। খবর আল জাজিরার।

সরকারি এক কর্মকর্তা জানান, বিক্ষোভ চলাকালে সাবেক প্রেসিডেন্ট মুরসি সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন শহরে ব্রাদারহুডেরকর্মীরা বিক্ষোভকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে, ব্রাদারহুডের বিক্ষোভকে প্রতিহত করতে নতুন কৌশল গ্রহণ করেছে দেশটির বর্তমান সেনা সরকার। তারা ব্রাদারহুডকে মুরসির মুসলিম ব্রাদারহুড ও অস্ত্রধারী সন্ত্রাসী সংঘঠন হিসেবে অখ্যায়িত করছে।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর