thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সিরিজের মধ্যেই ড্যারেনের বিদায়

২০১৩ ডিসেম্বর ২৮ ১২:২৭:২৪
সিরিজের মধ্যেই ড্যারেনের বিদায়

দ্য রিপোর্ট ডেস্ক : ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে জানিয়েছে টিম ম্যানেজম্যান্ট।

টেস্টে ২-০ ব্যবধানে হারার পর ওয়ানডেতে দারুন এক জয় পেয়ে এই মুহুর্তে আত্ববিশ্বাসী স্যামিরা। এমন সময়ে ড্যারেনের বিদায় দলের উপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার জয়াগায় কে খেলবে তা এখনও নিশ্চিত করেননি টিম ম্যানেজমেন্ট।

২৭ টেস্ট ও ৬৯টি ওয়ানডে খেলেছেন এই বাহাতি ব্যাটসম্যান। অকল্যান্ডে সর্বশেষ ওয়ানডেতে ১৪ রান করেছিলেন তিনি।

তবে ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য সুসংবাদ হলো নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টোয়েন্টি২০ সিরিজে দলে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন আরেক বাহাতি ব্যাটসম্যান ক্রিস গেইল। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সিডনিতে এই মুহুর্তে চিকিৎসাধীন আছেন তিনি।

উল্লেখ্য, রবিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

(দ্য রিপোর্ট/এমআই/এমসি/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর