thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

চট্টগ্রামে আটক ৮৬

২০১৩ ডিসেম্বর ২৮ ১২:৪৮:৩৮
চট্টগ্রামে আটক ৮৬

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম মহনগরী এবং জেলার বিভিন্ন এলাকায় শুক্রবার রাতভর অভিযান চালিয়ে ৮৬ জনকে আটক করেছে পুলিশ।

নগর পুলিশের উপকমিশনার বাবুল আক্তার দ্য রিপোর্টকে জানান, রাতভর পুলিশের বিশেষ অভিযানে নগরীর কোতোয়ালী থানায় ১৪ জন, আকবর শাহ থানায় ১৫ জন, ডবলমুরিং থানায় ৮ জন, পাহাড়তলী থানায় ৩ জন এবং হালিশহর থানায় ১০ জনকে আটক করা হয়েছে। রেলস্টেশন ও আশপাশ এলাকা থেকে ১৮ জনকে আটক করা হয়েছে।

এ ছাড়া সীতাকুণ্ডে ১২ জন, লোহাগাড়ায় ৫ জন আটক করা হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এসএম তানভির আরাফাত দ্য রিপোর্টকে জানান, শুক্রবার গভীর রাতে পাহাড়তলীর কলকা সিএনজি স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় আরিফ নামে বিএনপির এক কর্মীকে আটক করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মনজুর মোর্শেদ দ্য রিপোর্টকে জানান, নগরীর রেলস্টেশন ও বিভিন্ন মেসে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৮ কর্মীকে আটক করার পর তাদের কোতোয়ালী থানায় রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/লতিফ/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর