thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে তীব্র যানজট

২০১৩ ডিসেম্বর ২৮ ১৩:২৯:২৮
যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে তীব্র যানজট

সিরাজগঞ্জ সংবাদদাতা : যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। কয়েক ঘণ্টা ধরে চলা এই যানজটের কারণে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

রবিবার ঢাকায় ১৮ দলের কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় তড়িঘড়ি করে নিজ এলাকায় ফেরার কারণেই যানজটের সৃষ্টি হয়েছে বলে চালকেরা জানান।

কড্ডার মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের টিএসআই শহীদুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, শনিবার সকাল থেকেই ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের প্রচণ্ড চাপ ছিল। চালকেরা তড়িঘড়ি করে মহাসড়কের দক্ষিণ লেনে দুই-তিন লাইন দিয়ে যানবাহন চালানোর কারণেই যানজটের সৃষ্টি হয়। একই কারণে উত্তর লেনেও যানজটের সৃষ্টি হয়। বর্তমানে ঢাকামুখী উত্তর লেনে ধীরগতিতে যানবাহন চলাচল করলেও দক্ষিণ লেনে বর্তমানে তীব্র যানজট অব্যাহত রয়েছে।

(দ্য রিপোর্ট/আরকে/এএস/লতিফ/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর