thereport24.com
ঢাকা, রবিবার, ১২ মে 24, ২৯ বৈশাখ ১৪৩১,  ৪ জিলকদ  1445

থাইল্যান্ডে বিক্ষোভ, নিহত ১

২০১৩ ডিসেম্বর ২৮ ১২:৫০:২৫
থাইল্যান্ডে বিক্ষোভ, নিহত ১

দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যাণ্ডের প্রাধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বিরোধী বিক্ষোভ চলাকালে শুক্রবার রাতে পুলিশের গুলিতে ১ জন মারা গেছে এবং আহত হয়েছে ৪ জন। খবর আল জাজিরার।

দেশটিতে প্রধানমন্ত্রী বিরোধী বিক্ষোভের শুরুর দিকে নমনীয় অবস্থানে থাকলেও গত দুইদিন ধরে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

সরকারি মেডিকেল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়, রাজধানী ব্যাংককের কেন্দ্রে অবস্থিত বিক্ষোভকারীদের একটি ঘাটির নিকটে এ হামলার ঘটনা ঘটে।

‘বিদ্যমান রাজনৈতিক দ্বন্দ্বে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না’ দেশটির সেনাপ্রধানের দেওয়া এমন বক্তব্যের মাত্র এক ঘণ্টার মধ্যে ওই বিক্ষোভ শুরু হয়েছিল।

সেনাপ্রধান তার বক্তব্যে বলেছিলেন, কিছু বিক্ষোভকারী চাইলেও তিনি চান না যে, সেনাবাহিনী এই দ্বন্দ্বে হস্তক্ষেপ করুক। এমন কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরে দেশটির বিক্ষোভকারীরা ইংলাকের পতনের দাবিতে রাজপথে বিক্ষোভ করে আসছিলো। এছাড়াও ইংলাকের ঘোষিত ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করারও শপথ নিয়েছেন বিক্ষোভকারীরা।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/লতিফ/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর