thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল

২০১৩ ডিসেম্বর ২৮ ১৪:০১:০৫
শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল

দ্য ‍রিপোর্ট ডেস্ক : ভারতের রাজধানী নয়া দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। খবর এডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

দিল্লির ঐতিহাসিক রামলীলা মন্দিরে শনিবার স্থানীয় সময় দুপুর ১২টায় শপথ নেন তিনি। লেফটেন্যান্ট গভর্নর নাজীব জঙ্গ কেজরিওয়ালকে শপথ বাক্য পাঠ করান। গণমানুষের বাহন হিসেবে পরিচিত মেট্রো রেলে চড়ে শপথ নিতে আসেন তিনি।

শপথ গ্রহণ শেষে দিল্লিবাসীকে জীবনে ঘুষ না নেওয়া ও না দেওয়ার শপথ বাক্য পাঠ করান তিনি।

এ সময় দেশের কাজের জন্য কংগ্রেস, বিজেপিসহ সব দলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একইসঙ্গে দেড় কোটি দিল্লিবাসীকে এক হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমাদের কাছে কোনোও যাদুকাঠি নেই। কিন্তু দিল্লি এক হয়ে গেলে সব সমস্যার সমাধান হবে।’
এদিকে, কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে যোগ দিতে রামলীলা মন্দিরে এসেছিলেন হাজার হাজার মানুষ। তার শপথ অনুষ্ঠানে সব ধরনের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন কেজরিওয়াল। একইসঙ্গে তার শপথ অনুষ্ঠানে কোনো ভিআইপি উপস্থিত থাকবেন না বলেও জানিয়েছিলেন তিনি।

কেজরিওয়ালের মন্ত্রিসভার মন্ত্রীরাও শপথ নিয়েছেন। শনিবারই অনুষ্ঠিত হবে নয়া দিল্লির নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক।

(দ্য রিপোর্ট/কেএন/এমসি/লতিফ/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর