thereport24.com
ঢাকা, রবিবার, ৬ জুলাই 25, ২১ আষাঢ় ১৪৩২,  ১০ মহররম 1447

যৌন হয়রানি বেড়েছে মার্কিন সামরিক বাহিনীতে

২০১৩ ডিসেম্বর ২৮ ১৪:০৪:০৮
যৌন হয়রানি বেড়েছে মার্কিন সামরিক বাহিনীতে

দ্য রিপোর্ট ডেস্ক : মাত্র এক বছরের ব্যবধানে মার্কিন সামরিক বাহিনীর মধ্যে যৌন হয়রানির হার ৫০ শতাংশ বেড়েছে। দেশটির প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয় ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে দেশটির সামরিক বাহিনীর মধ্যে প্রায় ৫০ ভাগ যৌন হয়রানির ঘটনা বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার প্রকাশিত পেন্টাগনের ওই প্রতিবেদনে বলা হয়, ২০১২ সালের অক্টোবর থেকে ২০১৩ সালের অক্টোবর পর্যন্ত মার্কিন সামরিক বাহনীর বিভিন্ন স্তরে প্রায় ৫ হাজার যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বরাক ওবামার দেশটির সামরিক বাহিনীর অভ্যন্তরীণ সমস্যাগুলো পর্যালোচনা করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশের মাত্র এক সপ্তাহের মাথায় মার্কিন বাহিনীর ভিতর যৌনতা নিয়ে এমন নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করলো পেন্টাগন।

পেন্টাগনের মুখপাত্র লে. কর্নেল ক্যাথরিন উইকিনসন বলেন, ‘ওই প্রতিবেদনের প্রায় ১০ ভাগই করা হয়েছে সামরিক বাহিনীর ভিতরে যৌন হয়রানির শিকার ব্যক্তিদের প্রাধান্য দিয়ে।’

তবে সামরিক বাহিনীতে সহকর্মীদের বিপক্ষে কী পরিমাণ যৌন হয়রানির অভিযোগ রয়েছে তা প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন উইকিনসন। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।’

এর আগে গত মে মাসে পেন্টাগনের এক প্রতিবেদনে দেখানো হয়েছিল যে, দেশটির সামরিক বাহনীতে মাত্র ৬ মাসে যৌন হয়রানির ঘটনার সংখ্যা এক হাজার ৯০০ থেকে দুই হাজার ৬০০ তে বৃদ্ধি পেয়েছে।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/লতিফ/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর