thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ঢাকায় চট্টগ্রামের ৩৫ হাজার নেতাকর্মী

২০১৩ ডিসেম্বর ২৮ ১৪:২০:২৫
ঢাকায় চট্টগ্রামের ৩৫ হাজার নেতাকর্মী

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম থেকে ঢাকামুখী যানবাহন চলাচল অঘোষিতভাবে বন্ধ হয়ে গেছে। বিএনপি নেতাদের অভিযোগ ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঠেকাতে শনিবার সকাল থেকে কোনো বাসই ছাড়তে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী। তবে বাধা পেরিয়ে বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৩৫ হাজার নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন বলে দাবি বিএনপি নেতাদের।

নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী দ্য রিপোর্টকে জানান, পুলিশ অঘোষিতভাবে অবরোধ সৃষ্টি করেছে। তার নগর থেকে কোনো গাড়ি ছাড়তে দিচ্ছে না। সব বাধা উপেক্ষা করে নগরী থেকেই ২৫ হাজার নেতাকর্মী এরই মধ্যে ঢাকা পৌঁছে গেছেন। বেশিরভাগই শুক্রবার ঢাকায় যায়। তবে ট্রেন ও বাসে তল্লাশির নামে কিছু নেতাকর্মীকে আটকে দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, উত্তর ও দক্ষিণ জেলা থেকে পৃথকভাবে আরও অন্তত ১০ হাজার নেতাকর্মী ঢাকায় গেছেন। তাদের অধিকাংশই নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকা চলে গেছেন বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা পড়ার আশঙ্কায় নেতাকর্মীরা আগেভাগেই ঢাকা চলে গেছেন।

তিনি আরও জানান, শনিবার সকালে ঢাকাগামী ট্রেনগুলোতে একইভাবে পুলিশ তল্লাশি চালিয়ে কয়েকজনকে আটক করে। রেলস্টেশন থেকে পুলিশ কয়েকজনকে আটক করেছে। বাসেও ছিল পুলিশি হয়রানি। নগরীর অলংকার আন্তঃজেলা বাস টার্মিনালে পুলিশকে ঢাকাগামী বিভিন্ন বাসে চড়াও হয়ে যাত্রীদের নামিয়ে দিতে দেখা গেছে।

শ্যামলী পরিবহনের গরিবুল্লাহ শাহ মাজার স্টেশনের ম্যানেজার অনিক দাশ জানান, প্রশাসন গাড়ি ছাড়তে নিষেধ করেছে। তাই আমরা কোনো গাড়ি ছাড়িনি।

হানিফ পরিবহনের একেখান স্টেশন ম্যানেজার ফরিদুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, পুলিশ এসে বলে গেছে গাড়ি না ছাড়তে। তাই শনিবার ও রবিবার আমরা কোনো গাড়ি ছাড়বো না।

এদিকে, বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীরা কৌশল অবলম্বন করে ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন পথে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন।

নগর পুলিশের উপকমিশনার বাবুল আক্তার (গোয়েন্দ) দ্য রিপোর্টকে জানান, পুলিশ বাস চলাচলে কোনো বাধার সৃষ্টি করছে না। বরঞ্চ আইনশৃঙ্খলা রক্ষায় বাস কাউন্টারগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/লতিফ/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর