thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

দেড় হাজার জাতীয় পতাকা ছিনিয়ে নিলো পুলিশ

২০১৩ ডিসেম্বর ২৮ ১৪:২৯:২৭
দেড় হাজার জাতীয় পতাকা ছিনিয়ে নিলো পুলিশ

মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জ সদর উপজেলার তেলেরবিল এলাকার একটি টেইলার্সের দোকান থেকে দেড় হাজার পিস জাতীয় পতাকা ছিনিয়ে নিয়েছে পুলিশ।

জানা যায়, গণতন্ত্রের জন্য অভিযাত্রায় শামিল হতে দুই হাজার পিস জাতীয় পতাকা বানানোর জন্য মুন্সীগঞ্জ সদর উপজেলার তেলেরবিল এলাকায় সাত টেইলার্স শ্রমিক দিন-রাত কাজ করছিলেন। সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন পতাকা তৈরির চুক্তি করেন টেইলার্স মালিক জান শরীফের সঙ্গে।

এ খবর পেয়ে মুক্তারপুর নৌ-ফাঁড়ি পুলিশের একটি দল শুক্রবার রাতে শরীফের টেইলার্সের দোকানে অভিযান চালায়। পুলিশ তাদের ১৫০০ পিস জাতীয় পতাকা নিয়ে যায়।

নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক বেলাল উদ্দিন টেইলার্সের দোকান থেকে জাতীয় পতাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৯ ডিসেম্বরের পর পতাকা ফিরিয়ে দেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এমএস/এএস/লতিফ/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর