thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

৪ মার্কিন সেনা কর্মকর্তাকে মুক্তি দিয়েছে লিবিয়া

২০১৩ ডিসেম্বর ২৮ ১৪:৪৭:১৮
৪ মার্কিন সেনা কর্মকর্তাকে মুক্তি দিয়েছে লিবিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : লিবিয়ার কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ৪ সামরিক কর্মকর্তাকে মুক্তি দিয়েছে। এর আগে রাজধানীর ত্রিপলির পশ্চিমের শহর সাবারাত থেকে শুক্রবার তাদেরকে আটক করে লিবিয়া পুলিশ। খবর বিবিসির।

লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার বিকেলে জানায়, দূতাবাসের কর্মীদের গমন পথ পরিদর্শনের সময় চার মার্কিন সামরিক কর্মকর্তাকে আটক করা হয়েছে।

তবে এর মাত্র এক ঘণ্টা পর নাম প্রকাশ না করে এক মার্কিন কর্মকর্তা জানান, তাদের মুক্তি দেওয়া হয়েছে, তবে কেন তাদেরকে আটক করা হয়েছিল তা এখনো অস্পষ্ট। লিবিয়ার পুলিশ জানিয়েছে, আটকদের সঙ্গে অস্ত্র ও যোগাযোগ সরঞ্জাম ছিল।

গত বছরে বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলার পর থেকে লিবিয়ার মার্কিন দূতাবাসগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ওই হামালায় রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চার আমেরিকান নিহত হয়েছিলেন।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর