thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ভেঙ্গে গেল ২২০০ বছরের পুরনো ভাস্কর্য

২০১৩ ডিসেম্বর ২৮ ১৫:৩৫:৫৫
ভেঙ্গে গেল ২২০০ বছরের পুরনো ভাস্কর্য

দ্য রিপোর্ট ডেস্ক : কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামের সংস্কার কাজের সময় ভেঙ্গে গেলো ২ হাজার ২০০ বছরের পুরনো রামপুরা লায়ন ক্যাপিট্যাল ভাস্কর্যটি। এই ভাস্কর্যটিকে ভারতীয় সভ্যতার সবচেয়ে দুর্লভ নমুনা হিসেবে বিবেচনা করা হয়।

সূত্র জানায়, রামপুরা লায়ন ক্যাপিট্যাল ভাস্কর্যটি সম্রাট অশোকের আমলের এবং তা মৌর্য সংস্কৃতির একটি বিরল নিদর্শন। আগামী ফেব্রুয়ারিতে জাদুঘরটির ২০০ বছরপূর্তি অনুষ্ঠান উপলক্ষে গত সেপ্টেম্বরে শুরু হওয়া সংস্কারকাজের সময় ভেঙ্গে যায় এই ভাস্কর্যটি।

সংশ্লিষ্টদের অভিযোগ, সংস্কারের সময় ভাস্কর্যটিকে একটি কক্ষ থেকে আরেকটি কক্ষে নেওয়ার সময় তা ভেঙ্গে যায়।

সুত্র জানায়, প্রায় সাত ফুট লম্বা ও কয়েক টন ওজনের ২৫০ খ্রিস্টপূর্বের এই ভাস্কর্যটি অদক্ষ শ্রমিকদের দ্বারা স্থানান্তর করানো হচ্ছিলো।

তবে জাদুঘর কর্তৃপক্ষের দাবি এটি একটি ‘নিছক দুর্ঘটনা’। একই দাবি করেছেন জাদুঘরটির বোর্ড অব ট্রাস্টির পরিচালক এম কে নারায়ণ।

কর্তৃপক্ষ আরো দাবি করে, যখন এই ভাস্কর্যটি সংগ্রহ করা হয় তখনই এটি কিছুটা ভাঙ্গা অবস্থায় ছিলো।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/ণূরুল/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর