thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ইয়েমেনে ড্রোন হামলায় নিহত ২

২০১৩ ডিসেম্বর ২৮ ১৫:৫৬:৪৪
ইয়েমেনে ড্রোন হামলায় নিহত ২

দ্য রিপোর্ট ডেস্ক : ইয়েমেনের দক্ষিণ-পূর্ব প্রদেশ হাদরামাউতে মার্কিন ড্রোন হামলায় সন্দেহভাজন দুই আল কায়দা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

সিউয়ান ও সিবানের মধ্যবর্তী মহাসড়কে পিকআপ ভ্যানে করে ভ্রমণের সময় চালানো ড্রোন হামলায় ওই দুই সন্দেহভাজন মারা যান বলে জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, শুক্রবার বিকেলের দিকে একটি তেল স্টেশনের নিকটে এ হামলা চালানো হয়। বোমা হামলায় ওই দুই ব্যক্তির পুরো শরীর পুড়ে গেলে তাদেরকে পার্শ্ববর্তী সিবাম হাসপাতালে নেওয়া হয়।

এ বছরের শুরু থেকেই আল কায়দা প্রতিরোধের নামে যুক্তরাষ্ট্র ইয়েমেনের সীমান্ত প্রদেশগুলোতে ড্রোন হামলা চালিয়ে আসছে। এসব হামলায় এখন পর্যন্ত বেশ কয়েকজন আল কায়দা নেতা মারা গেছেন বলে দাবি দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের। সূত্র : গাল্ফ নিউজ।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/নূরুল/ডিসেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর